শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে প্রতিবন্ধিতা বান্ধব স্থানীয় সরকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Mirsarai Pic 10.8.2016
নিজস্ব সংবাদদাতা:  মীরসরাইয়ে প্রতিবন্ধিতা বান্ধব স্থানীয় সরকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মীরসরাই উপজেলার উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশ নেয়। বুধবার (১০ আগষ্ট) সকালে মীরসরাই উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় উন্নয়ন সংস্থা অপকা’র আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান , পৌর মেয়র এবং উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়।

সেন্টার ফর ডিজএ্যবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরসরাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিডিডির পরিচালক নাজমুল বারী। অপকা’র নির্বাহী পরিচালক মোঃ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়ছমিন আক্তার কাকলী, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সিডিডির কোঅর্ডিনেটর রাখী বড়–য়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, হ্যান্ডিকেপ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শাহজাদ মজিদ সাজ্জাদ, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, নুরুল মোস্তফা, এনায়েত হোসেন নয়ন, আলহাজ্ব এমরান উদ্দিন, আবুল খায়ের জাহাঙ্গীর ভূঁইয়া, অপকা’র কর্মকর্তা মোর্শেদা আক্তার শিল্পী, শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার পর্যায় থেকে সকল পর্যায়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সহযোগীতা করতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সকল ইউপি চেয়ারম্যানরদের সুযোগ রয়েছে প্রতিবন্ধীতা বান্ধব স্থানীয় সরকার গঠন করা। সদিচ্ছা থাকলেই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে যে কোন উদ্যোগ তারা বাস্তবায়ন করতে পারবেন।

অনুষ্ঠানে সকল ইউপি চেয়ারম্যান এবং পৌর মেয়রবৃন্দ তাদের উন্নয়ন বাজেটে প্রতিবন্ধীদের উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রদানের আশ্বাস দেন।