শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে পূজা পুণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

mirsarai-pic-14-10-16

নিজস্ব প্রতিনিধি ॥
মীরসরাইয়ের জোরারগঞ্জে শারদীয় দুর্গোৎসব শেষে পূজা পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪ অক্টোবর) সকাল ১০ টার সময় দেওয়ানপুর শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম কমিটির উদ্যোগে আশ্রম প্রাঙ্গনে শারদীয় পূজা পুণর্মিলনী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন মীরসরাই পূজা কমিটির সভাপতি উত্তম কুমার শর্মা। শিক্ষক নিতাই চন্দ্র দাশের সঞ্চালনায় ও দেওয়ানপুর রাধাকৃষ্ণ সেবাশ্রম পূজা কমিটির সভাপতি বাবুল সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান মকসুদ আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই জম্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি সুভাষ সরকার, সমাজসেবক শ্যামল দেওয়ানজী, মীরসরাই পূজা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক গোপী কুমার দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক রাজীব দাশ, রাধাকৃষ্ণ সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক রাজিব মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন সূর্য নাথ, যতন নাথ, মিলন নাথ, দীপন বিশ্বাস, শিবু নাথ, গোপাল নাথ, বিশ্বজিত নাথ, সুমন নাথ, কেশব নাথ, তপন নাথ, উত্তম নাথ, শ্যামল রায় প্রমুখ। মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠায় অবদানের জন্য সংবর্ধিত করা হয় নারায়ণগঞ্জের এসএস নীট ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও দানবীর দুলাল সাহা সঞ্জয়, ভূমিদাতা হরেন্দ্র নাথ সাধু (মরণোত্তর), মন্দির নির্মাণে বিশেষ অবদানের জন্য মানিক দেবনাথ (বৈদ্য), নকুল চন্দ্র বণিক।