সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ১ আহত ৩০

Train-05 Train-02 Train-03 Train-04

খবরিকা ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম রেল রুটের মীরসরাইয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ১ জন ট্রেনযাত্রী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন যাত্রী। বিকেল ৫টা পর্যন্ত নিহত মহিলার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।সোমবার (৭ এপ্রিল) উপজেলার মীরসরাই রেলষ্টেশন থেকে এক কিলোমিটার দূরবর্তী স্থান আবুনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম নাসিমা আক্তার (৩৫) বলে জানা গেছে। তিনি কক্সবাজার জেলার রামু থানার সদরপাড়া এলাকার রেইনকোর্ট গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম নাজিম হোসেন। নাসিমা চট্টগ্রামের একটি কাপড়ের গুদামে চাকুরী করতেন বলে জানা গেছে।রেলওয়ের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট (ওয়ে) মোহাম্মদ কামরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ১১ টায় ছেড়ে যায়। দুপুর ১টার দিকে মীরসরাই ষ্টেশন অতিক্রম করে আবুনগর এলাকায় পৌঁছালে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন মহিলা নিহত হয়। আহত হয় অন্তত ৩০ জন। ট্রেনের যান্ত্রিক ত্র“টির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর পুরো বিষয়টি সম্পর্কের জানানো যাবে।