সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে চার হাজার পিস ইয়াবাসহ একজন আটক

yaba pic, 31.08

নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ ৪ হাজার পিস ইয়াবাসহ মো. স্বপন (৩২) নামের এক যুবক ও একটি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করেছে। আটককৃত যুবক যশোর জেলার বেনাপোল থানার কাগজপুকুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ৩০ আগস্ট রাত ১১টার সময় জোরারগঞ্জ থানার এসআই বিপুল চন্দ্র দেবনাথ ও এসআই আনোয়ার হোসেন চৌধূরী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযানের সময় মহাসড়কের বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালের সামনে (অস্থায়ী পুলিশ চেকপোষ্টে) ঢাকামুখি সন্দেহ ভাজন একটি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ, ১১-২২৮২) দাঁড়ানোর জন্য সংকেত দেন। এসময় প্রাইভেটকারটি দাঁড় করিয়ে ভেতরে থাকা দু’জন পালিয়ে যায়। এসময় পুলিশ ধাওয়াকরে কারের চালককে আটক করতে সক্ষম হয়। পরে কারটি তল্লাশি করে চালকের হেফাজতে থাকা বড় আকারের একটি এবং ছোট আকারের ১০টি প্যাকেটের ভেতরে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। পুলিশ আরো জানায়, ইয়াবাগুলো চট্টগ্রাম মহানগরী থেকে যশোরের বেনাপোল যাচ্ছিল। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বলেন, মহাসড়কের বারইয়ারহাট থেকে একটি প্রাইভেট কারসহ এক যুবককে আটক করা হয়েছে। তারকাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে।