সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে কৃষকদের মধ্যে সার,বীজ ও নগদ অর্থ প্রদান

M P news,photo
নিজস্ব প্রতিবেদক- মীরসরাই উপজেলা খরিপ-১/২০১৬ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ ধানের চাষে প্রণোদনার লক্ষ্যে ১১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ রাসানিক সার ও মোবাইল একাউন্টের মাধ্যমে নগদ সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। আজ ২২এপ্রিল সকাল সাড়ে ১১টা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান হয়। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা দীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমদ সুমন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা চেয়ারম্যান (প্যানেল-২) ইয়াছমিন আক্তার কাকলী, বাংলাদেশ আওয়ামীলীগ উত্তর জেলার সহ-সভাপতি মহিউদ্দিন রাশেদ, সিডিএর সদস্য জসিম উদ্দিন, আওয়ামীলীগ মীরসরাই উপজেলা শাখার সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই পৌরসভার নব নির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন, সাবেক মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন ,সিরাজুদৌল্লাহ,সুলতান গিয়াস উদ্দিন জসিম, কমিশনার রাজু সহ প্রমুখ।
মোট ১১৫০ জন কৃষকের মধ্যে আজ উদ্বোধন অনুষ্ঠানে ৫০ জন কৃষককে সহায়তা প্রদান শুরু করেন। প্রতি কৃষককে ৪০ কেজি সার প্রদান করা হয় এর মধ্য ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি এবং আর্থিক সহায়তা করা হয় ৪০০ টাকা করে।