মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে এক সপ্তাহে ২৫টি গরু চুরি

মীরসরাই প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে গরু চুরি বেড়েছে। উপজেলার মীরসরাই থানা ও জোরারগঞ্জ থানার ১০নং মিঠানালা ও ৬নং ইছাখালীতে এই গরু চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ভোর রাতে ৯নং মীরসরাই সদর ইউনিয়নে ৯টি গরু একসাথে চুরি যায়। ৯নং মীরসরাই সদর ইউনিয়নের মেম্বার আশরাফ চৌধুরী জানান, তার এলাকায় তালবাড়ীয়া গ্রামের মহাজন বাড়ি থেকে ৫টি গাভী ও ২টি বাছুরসহ ৯টি গরু চুরি হয়। এর মধ্যে মহাজনবাড়ির রণজিতের ১টি গাভী ও বিষ্ণুর ৩টি গাভী রয়েছে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান জাফর আহমদ চৌধুরী বলেন, এ বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের কৃষক নুরুল আলম ও মিশু মিস্ত্রী জানান, গত এক সপ্তাহে সেখানে সশস্ত্র ডাকাত দল ট্রাক নিয়ে এসে অস্ত্রের মুখে জিম্মি করে মোস্তফার ৬টি গরু, জনৈক হকের ২টি, সুজাউল হকের ২টি ও ইকবালের ২টি গরু লুট করে নিয়ে যায়। আবার ইছাখালি ুইস গেইট এলাকা থেকে কৃষক আমান উল্লাহর ৪টি গরুও লুট করে নিয়ে যায়। মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঞা বলেন, পুলিশের টিম মহাসড়ক এলাকায় নিরাপত্তা জোরদার করায় দুস্কৃতিকারীরা এ সুযোগ কাজে লাগাচ্ছে। তিনি বলেন, তবে কেউ এ বিষয়ে অভিযোগ জানায়নি আমাদের। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। অন্যদিকে জোরারগঞ্জ থানার ওসি লিয়াকত আলীর কাছে জানতে চাইলে তিনিও বলেন, আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।