রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে আন্তঃনগর ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত

Photo0454
মীরসরাই প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মীরসরাইয়ের চিনকী আস্তানায় ঢাকাগামী আন্তঃনগর (প্রভাতী) ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে আটটার সময় এ দুর্ঘটনা ঘটে।
চিনকী আস্তানা রেল ষ্টেশন মাষ্টার রাজকুমার রায় জানান, সকাল ৭টায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা মহানগর (প্রভাতী) সকাল আটটায় বড়তাকিয়া ষ্টেশনে আসে। বড়তাকিয়া থেকে চিনকী আস্তানা রেল ষ্টেশনের সিঙ্গেল লাইনে প্রবেশ করার সময় দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেনের ১৬ বগির মাঝের ৫টি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করলে রেল চলাচল স্বাভাবিক হবে।
ট্রেনের যাত্রী আফসার জানান, মূল লাইন থেকে সাইড লাইনে প্রবেশ করার সময় দূর্ঘটনা ঘটে। রিলিফ ট্রেন না আসায় দূর্ভোগ পোহাতে হচ্ছে বলেও জানান তিনি।
দূর্ঘটনায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। সামান্য আহত যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ায় ঈদে ঘরমুখো যাত্রীরা আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।