রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ বসতঘর ছাই ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

6075_n

নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা ১৩নং মায়ানী ইউনিয়নে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের জামাল মেম্বারের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ প্রায় ৮ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণলঙ্কার পুড়ে গেছে। প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা। জামাল উদ্দিন ও কামাল উদ্দিন দোকানের মালামাল ক্রয় করার জন্য ব্যাংক থেকে প্রায় ৮ লাখ টাকা উত্তোলন করে ঘরে রেখেছিলেন। ক্ষতিগ্রস্থরা হলেন, আবুতোরাব বাজারের ব্যাবসায়ী ও সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন মেম্বার, হারুনুর রশীদ, কামাল উদ্দিন ও এনাম উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ নুরের ছাপা নয়ন জানান, চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে ঘরে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন আরো তীব্রতর হয়। এসময় তিনি আগুন নেভাতে ব্যর্থ হয়ে জীবন বাঁচাতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে আগুনে ৩ টি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, মূল্যবান কাগজপত্র, হাঁস-মুরগি, ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। মীরসরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন থেকে আরো দুটি ঘর রক্ষা করতে সক্ষম হই। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।