সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ের কাটাছরায় ট্রাক ভর্তি গরু ডাকাতিকালে গনপিটুনিতে ডাকাত নিহত

1234w„K…
শাখাওয়াত আরফিন : চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাক ভর্তি গরু ডাকাতিকালে জনতার গণপিটুনীতে বেলাল হোসেন (২৮) নামের এক ডাকাত নিহত হয়েছেন। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক আটকাতে গিয়ে ট্রাক চাপায় স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ (৪২) আহত হয়েছে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) রাত ২টায় উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠানালা ইউনিয়নের বামনসুন্দরের চর এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দল ট্রাক ভর্তি করে ৯টি গরু লুট করে নিয়ে যাচ্ছিল। গ্রামবাসী টের পেয়ে পথে পথে প্রতিরোধ গড়ে তোলে। এসময় এছাক ড্রাইভারহাট এলাকায় হারুন নামের স্থানীয় গুরুতর আহত হয়। পরে বাড়ীয়াখালী এলাকায় ডাকাতদের পথ গতিরোধ করলে অন্যরা পালিয়ে গেলে ও বেলাল নামের এক ডাকাতে আটকে গণপিটুনী দেয়। এসময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। ডাকাত বেলাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে বেলা সাড়ে ১১টায় সে মারা যায়। নিহত বেলাল মিঠানালা ইউনিয়নের পশ্চিম রহমতাবাদ গ্রামের নুরুল আজম এর পুত্র। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মাঈনউদ্দিন জানান গুরুতর আহত বেলাল এর দ্রুত চিকিৎসা দেয়া কালেই সে মৃত্যুবরণ করে।
ঘটনার তদন্ত কর্মকর্তা মীরসরাই থানার এসআই শফিকুর রহমান ও জোরারগঞ্জ থানার এসআই নাজমুল হাসান বলেন জনগন অতিষ্ঠ হয়ে উক্ত ঘটনা ঘটায়, জনতার পুড়ে দেয়া ট্রাকটি বর্তমানে জোরারগঞ্জ থানা হেফাজতে এবং লাশটি মর্গে পাঠানো হচ্ছে।