শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ের করেরহাটে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

ওমর ফারুক ইমন : মীরসরাই উপজেলার করেরহাট বাজারে হরতাল-অবরোধ বন্ধ করে এসএসসি পরীক্ষা দেওয়ার পরিবেশ করে দেবার দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি বিদ্যালয়ের সহ¯্রাধিক এসএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার করেরহাটে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহন করে পরীক্ষার্থী ছাড়া ও ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুইহাজার শিক্ষার্থী ও অংশগ্রহন করে। মানববন্ধনে এসএসসি পরীক্ষার্থীরা তাদের বক্তব্যে হরতাল-অবরোধ দিয়ে তাঁদের ভবিষ্যত নষ্ট না করতে ও নির্বিঘেœ পরীক্ষা দানের সুযোগ করে দিতে অবরোধকারী রাজনৈতিক দলগুলোর কাছে দাবি জানান। এসময় শিক্ষার্থীরা আরও বলেন, বার বার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পরীক্ষা প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটছে। এতে ফলাফলও বিপর্যয় ঘটতে পারে আমাদের। এস এস সি পরীক্ষার্থী আরিফুল হক, করেরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিপাসা রানী পাল বলে আমরা এমন খুন রাহাজানি নৈরাজ্য চাই না। আমরা শিক্ষার সুষ্ঠ পরিবেশ চাই। মানববন্ধনে শিক্ষার্থীদেও এই মানবিক উদ্যোগের অংশ নেয় করেরহাট এর ব্যবসায়ী ও সাধারন জনতা। এসময় মানববন্ধন শেষে আরো অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ রিপন, জয়পুর পূর্বজোয়ার উচ্চ বিদ্যালয় ও করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনীয়া মাদ্রাসার সভাপতি এনায়েত হোসেন নয়ন, পশ্চিম জোয়ার রশিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম, করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভুঁইয়া, শিক্ষক জহিরুল ইসলাম, মাওলানা সোহাগ প্রমুখ। পরে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের কর্মকর্তাদের পক্ষে হরতাল-অবরোধ বন্ধ করে এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের নির্বিঘেœ পরীক্ষা দেওয়ার দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ রিপন।