শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইতে প্রতিপক্ষের সামাজিক বনায়নের গাছ কর্তন, উত্তেজনা : পুলিশের ধাওয়া

mail.google.com
মীরসরাই প্রতিনিধি : মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের পূর্ব খৈয়াছরা গ্রামের পাহাড়ী এলাকায় বৃহস্প্রতিবার (৩০ এপ্রিল) দিন দুপুরে সামাজিক বনায়নের অর্ধ শতাধিক গাছ কেটে ফেলে প্রতিপক্ষ। উক্ত ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনার এক পর্যায়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গাছ কর্তনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এক পক্ষের পলায়নের পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে পুলিশ গাছগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে।
সরকারের সামাজিক বনায়নের আওতায় মীরসরাই উপজেলার পূর্ব খৈয়াছরা গ্রামের সমতল ভূমি সংলগ্ন পাহাড়ী এলাকার জসিম মেম্বার ও মোহাম্মদ আজিম এর সাথে গ্রামের ১৫ জনের দলের সামাজিক বনায়ন করা ২৫ একর বাগানের ইউক্লিপ্টাস, মেনজুরি, মেহগনি সহ বিভিন্ন শতাধিক গাছ প্রতিপক্ষ মিয়া খান তার সহযোগি রিপন, জামসেদ, তারেক, ছুট্টু সহ দল বল নিয়ে জোরপূর্বক কেটে নিয়ে যাবার কালে দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে । ক্ষতিগ্রস্থ বাগানের অংশিদার মোহাম্মদ আজীজ স্থানীয় সংবাদকর্মীদের জানায় গাছ কর্তনকারী মিয়া খান ও তার দলবলকে সহযোগিতা করছে স্থানীয় চেয়ারম্যান জাহেদ আহাম্মদ চৌধুরী। এই বিষয়ে চেয়ারম্যান জাহেদ চৌধুরী জানায় আমি উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত নই। বরং ওরা দুপক্ষই নিজেরা আত্মীয়। তিনি আরো দাবী করেন আমার কাছে অভিযোগ নিয়ে এলে অবশ্যই সুরাহারার চেষ্টা করবো। এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী ও উত্তেজনা নিয়ন্ত্রনে আনা মীরসরাই থানার জ্যৈাষ্ঠ পুলিশ অফিসার এসআই শফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গেলে গাছ কর্তনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কর্তনকৃত গাছ বনবিভাগের হেফাজতে দিয়ে স্থানীয় বনবিট অফিসার আনসার আলীকে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত সহযোগিতা দেয়া হবে বলে জানান তিনি।