সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিয়ানমার সীমান্তে বিদ্রোহী ঘাঁটিতে ভারতীয় বাহিনীর হামলা

mi17v5indianaf_russianhelicopters_86472

ভারতীয় প্যারা কমান্ডোরা মিয়ানমার সীমান্তে বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে। মেশিনগানসহ এমআই-১৭ হেলিকপ্টারে উড়ে তারা হামলা চালিয়েছে বলে জানা গেছে। গতকালের এই অভিযানে বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী হতাহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।ভারতীয় সেনাবাহিনীর দাবি, সীমান্তের ওপারে নোকলাকে এনএসসিএন’র (খাপলাং)একটি ঘাঁটি এবং মণিপুরের উখরুল জেলার সীমান্ত বরাবর কেওয়াইকেএলের একটি ঘাঁটিতে এ অভিযান চালানো হয়েছে।সীমান্তবর্তী এলাকার সূত্র জানায়, ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার ওই এলাকায় চক্কর দেয় এবং মেশিনগান থেকে গুলি ছুঁড়তে থাকে। তারা বলেন, সীমান্তের কেবলি ওপারে অবস্থিত বিদ্রোহীদের ঘাঁটিতে আঘাত করার জন্য হেলিকপ্টারগুলো মিয়ানমার সীমান্তে ঢুকেছিল বলে তাদের মনে হয়েছে।সশস্ত্র বিদ্রোহীরা আরও হামলা করতে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন মেজর জেনারেল রান্ধির সিং জানান।