সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিয়ানমারে উদ্ধার ১৫৫ বাংলাদেশী ফিরছেন আজ

150524120319_296287

 

মিয়ানমারে বঙ্গোপসাগরের উপকূল থেকে দ্বিতীয় দফায় উদ্ধার ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে বাংলাদেশী হিসেবে শনাক্ত ১৫৫ জনকে আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সীমান্তের ঘুমধুমের জিরো পয়েন্ট দিয়ে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ তাদের হস্তান্তর করবে বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।তিনি জানান, ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় ২০৮ জনকে উদ্ধার করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশী হিসেবে শনাক্ত ১৮৭ জনকে দুই দফায় ফিরিয়ে আনা হয়। এছাড়া ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে দ্বিতীয় দফায় দেশটির নৌ-বাহিনী আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। এদের মধ্যে বাংলাদেশী হিসেবে ১৫৫ জনকে শনাক্ত করা হয়েছে।