শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

Mirsarai pic,1-03.08 Mirsarai pic,2-03.08

নাছির উদ্দিন ঃ “জঙ্গীবাদ করবো শেষ গড়বো মোরা সোনার দেশ” এই স্লোগানকে ধারণ করে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে জোরারগঞ্জ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীদের নিয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন করা হয়েছে। অদ্য ৩ আগস্ট বুধবার সকালে জোরারগঞ্জ বাজারে এই মানববন্ধন করা হয়। এতে অংশ গ্রহন করে জোরারগঞ্জ মহিলা কলেজ, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, জে.বি উচ্চ বিদ্যালয়, জোরাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভী নজির আহ্মদ আদর্শ দাখিল মাদ্রাসা ও আইডিয়াল একাডেমীর শিক্ষক ও শিক্ষর্থীরা। এসময় মানববন্ধনে জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি জাহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হসিবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়–য়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য গৌরি শংকর দেওয়ানজী, উত্তর জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল কাশেম কনট্রাকটার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানা, বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন, জোরারগঞ্জ মহিলা কলেজের অ্যধক্ষ কামরুল ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক শাহ আলম, জে.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়া, মৌলভী নজির আহ্মদ আদর্শ দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন অপু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মনজুর খাঁন, বিশ্বজিৎ মজুমদার, ইশতিয়াক হোসেন রিফাত প্রমুখ।