রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মানুষ ও শরীর : নাসিমা হক মুক্তা

ডাঙায় এসে
গলায় পরালে মরণের মালা
অজস্র প্রভাতের স্বপ্ন
ইতিহাস হলো পৃথিবীর ফসলে
তামাশার বাসর পেতেছে, অগ্নিপরীক্ষার দহন।

দীর্ঘ অচেনা কালো রাত্রির গহীন অরণ্যে
মানুষ ও শরীর
দু,দিকে বেঁকে -ডুবে যেতে যেতে
ক্ষুদ্র অনুজীবীর পাকস্থলীতে জ্যোৎস্না ছড়ালো।

এক থেকে লাখো ছড়িয়ে
অসহায় পর্বত গন্তব্যে পৌঁছে গেছে – মানুষের ভার।
এ দায় কার!