শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মাঠে বিদেশি পতাকা নিয়ে বিসিবির নিষেধাজ্ঞা: ক্ষুব্ধ ভারত-পাকিস্তান

image_65903.potaka-pak-india_81207
মাঠে কোনো বাংলাদেশির বিদেশি পতাকা হাতে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় বিসিবির উপর ক্ষুব্ধ ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমী। বিসিবির এ ধরণের সিদ্ধান্তে দেশ দুটিতে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, এক পাঠক বিসিবির সিদ্ধান্তের সমালোচনা করে মন্তব্য করেছেন, এতে কাজ হবে না। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতের সমর্থক ঠেকাতে ইংল্যান্ড এ রকম কিছু একটা করতে চেয়েছিল। এটি একটি খেলা। বাংলাদেশ মাত্রই বড় টুর্নামেন্ট আয়োজন করতে শুরু করেছে। পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তী জাভেদ মিয়াঁদাদ এএফপিকে বলেন, এ ধরনের সিদ্ধান্তে খুবই বিস্মিত হয়েছি। ক্রিকেটের মূল দিকটি হচ্ছে খেলোয়াড়ি চেতনা। এ সিদ্ধান্তে খেলোয়ারদের চেতনা নষ্ট হবে।
পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেন, আশা করছি বিসিবি সিদ্ধান্ত প্রত্যাহার করবে। কারণ এটি অযৌক্তিক। আইসিসি নিশ্চয়ই এর ব্যাখ্যা চাইবে। সাবেক অধিনায়ক ইউনুস খান পুনর্বিবেচনা করতে বলেন, এ সিদ্ধান্ত, ‘এটি খেলার চেতনাবিরোধী। যে কেউ তার প্রিয় দলকে সমর্থন করতে পারে, সেটি আপনি বন্ধ করতে পারেন না।’ পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ‘ডন’-এর খবরে ইমরান নামের এক পাঠক তার প্রতিক্রিয়ায়  বলেন, দুনিয়ায় আমরাই একমাত্র জাতি নয়, যারা হাস্যকর সিদ্ধান্ত নিই না। এ তালিকায় বিসিবিও রয়েছে। ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউনে’ প্রকাশিত খবরের নিচে সামি মন্তব্য করেছেন, ‘ওয়াহ! ধর্মনিরপেক্ষ সহনশীল উদার বাংলাদেশ… উদারতার ক্ষেত্রে আরেকটি জয়! এদিকে বিসিবির একজন মুখপাত্র এএফপিকে বলেন, দেশে যেহেতু এ ব্যাপারে সুস্পষ্ট আইন আছে, সরকারের নির্দেশ মানতে তারা বাধ্য। এরই মধ্যে স্টেডিয়ামের প্রবেশমুখের নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে, বাংলাদেশের কোনো সমর্থক ভিনদেশের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। তবে বিদেশি সমর্থকদের জন্য এরকম কোনো বাধা নিষেধ থাকবে না।