সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মাগুরায় অগ্নিকাণ্ডে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

image_66635.magura-map
মাগুরার মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া গ্রামে আজ শুক্রবার বিকালে পান্নু শেখ নামে এক ব্যক্তির বসতঘরে আগুন লেগে মিনা(৫) নামে এক  এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে পান্নু শেখসহ চারটি পরিবারের আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।জালাল শেখ নামে ক্ষতিগ্রস্তদের একজন জানান, বিকাল ৫টার দিকে পান্নু শেখের বসত ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়লে জালাল শেখের ঘরসহ পান্নু শেখ, সরোয়ার শেখ, মন্নু শেখের আটটি বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে পান্নু শেখের পাঁচ বছরের শিশু কন্যা মিনা ঘটনাস্থলেই মারা যায়। সে ঘরে বসত ঘরে ঘুমিয়ে ছিল। প্রায় দেড়ঘন্টা চষ্টো করে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দরিদ্র পরিবারের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভানোর একঘন্টা পর জেলা শহর থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে আসে। দরিদ্র পরিবার গুলো সর্বস্ব হারিয়ে কোলাআকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।ভুক্তভোগি জালাল শেখ কান্না জড়িত কণ্ঠে আরো বলেন, ‘পান্নু শেখের মেয়ে মিনা ঘরে ঘুমিয়ে থাকার তা কারো জানা ছিল না। যখন জানা গেছে তখন সব শেষ হয়ে গেছে’। মহম্মদপুর থানার ওসি মনিরুল  ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন’।
উৎস- কালেরকন্ঠ