শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মাওয়ার পদ্মা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ৯

68881_4465_128512

কাওড়াকান্দি-মাওয়া নৌরুটের মাঝ পদ্মায় তলানি ফেটে একটি স্পিডবোট ডুবে ৯ যাত্রী নিখোঁজ রয়েছেন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বোটে ১০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে আলী হোসেন নামে একজন সাঁতরে অন্য একটি স্পিডবোট ধরে ভেসে থাকি।
স্থানীয় সূত্রে জানা যায়, স্পিডবোটটি মাওয়া থেকে শিবচরের কাওড়াকান্দি ঘাটে আসছিল। মাঝ নদীতে বোটটির তলানী ফেটে পানি ঢোকে। এতে স্পিডবোটটি নদীতে ডুবে যায়।বোট থেকে সাঁতরে বেঁচে যাওয়া যাত্রী আলী হোসেন গণমাধ্যমকে জানান, হঠাৎ করেই চলন্ত স্পিডবোটটি পানিতে তলিয়ে যেতে থাকে। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। আমি সাঁতরে অন্য একটি স্পিডবোট ধরে ভেসে থাকি। আমাদের বোটে ১০ জনের মতো যাত্রী ছিল। আমি যখন সাঁতার কাটি তখন আমার আশেপাশে অন্য যাত্রীরা কেউ ছিল না। আমি কোনোরকম বেঁচে উঠেছি।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বলেন, আমরাও শুনেছি। ঘটনাস্থলে নৌ পুলিশ পাঠিয়েছি। নিখোঁজ হওয়ার বিষয়টি এখন স্পষ্ট নয়। আমরা খোঁজ নিচ্ছি।