সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মাউন্ট এভারেস্ট আরোহণে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে নেপাল সরকার

image_66589.mt-everest-peak

 

অচিরেই হয়ত বিদেশী পর্বতারোহীরা আর মাউন্ট এভারেস্টে একা আরোহণ করতে পারবেন না। নেপাল সরকার শীঘ্রই এ মর্মে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। নিষেধাজ্ঞা জারি হলে বিদেশী পর্বতারোহীদের বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছতে গেলে স্থানীয় গাইড নিতে বাধ্য করা হবে। এমনটাই জানিয়েছেন নেপালের পর্বতারোহন সংস্থার সভাপতি।তিনি আরও জানান, হিমালয়ের বুকে দুর্ঘটনা রুখতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে নেপাল সরকারের এই প্রস্তাবে ক্ষুব্ধ হয়েছেন ভিন দেশের একক পর্বতারোহীরা। তাদের দাবি, এর ফলে এভারেস্ট অভিযানের চ্যালেঞ্জটা অনেকটাই ফিকে হয়ে যাবে। সূত্র :জিনিউজ ডট ইন্ডিয়া