রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মহাসড়কে হাইওয়ে পুলিশের সাঁড়াসি অভিযান শতভাগ সিএনজি অটোরিক্সা মুক্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক!

mirsarai news, 09.12

নিজস্ব প্রতিবেদক ঃ সড়ক ও সেতুমন্ত্রি ওবায়দুল কাদেরের ঘোষনার পর মহাসড়কে সিএনজি অটোরিক্সা বন্ধে কার্যকর ভুমিকা পালন করতে হাইওয়ে পুলিশ সাঁড়াসি অভিযান শুরু করে। তারি অংশ হিসেবে এ যাবৎ হাইওয়ে পুলিশ ভিবিন্ন সময়ে অভিযান চালিয়ে বর্তমানে মহাসড়কের মিরসরাই অংশে শতভাগ সিএনজি অটোরিক্সা মুক্ত করতে সক্ষম হয়েছে। মহাসড়কে এখন আর সিএনজি অটোরিক্সা চোখে পড়েনা এবং মহাসড়কের দুর্ঘটনাও অনেকাংশে কমে গেছে। গতকাল বুধবার সকালে অভিযানে নামে হাইওয়ে পুলিশ। এসময় দেখা যায় ভিবিন্ন যাত্রীবাহী ভিআইপি বাসকে থামিয়ে তাদের গতি নিরুপন করাসহ কাগজপত্র চেক করে। এসময় যাদের কাগজপত্রে সমস্যা আছে সেই বাসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে সিএনজি অটোরিক্সা বন্ধ হওয়ায় মহাসড়কের চলাচলকারী চার চাকার লেগুনা গাড়ী গুলোকে থামিয়ে যে গাড়ীর কাগজপত্র নেই এবং চালকের লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এছাড়াও পণ্যবাহী ট্রাকে করে যাত্রীবেসে যাওয়া শ্রমিকদের আটক করে তাদেরকে কান ধরিয়ে এবং ওই ট্রাকের বিরুদ্ধে মামলা করে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় হাইওয়ে পুলিশের এসআই মোঃ ফরিদ উদ্দিন বলেন, মহাসড়ক থেকে সিএনজি অটোরিক্সা বন্ধ করতে খুব জামেলা পোহাতে হয়েছে। তবুও আমরা পিছপা হইনি। বর্তমানে বলতে পারি এবিষয়ে আমরা শতভাগ সফলতা অর্জন করতে পেরেছি। এছাড়াও তিনি আরো অভিযোগ করে বলেন, মহাসড়ক সংলগ্ন কতিপয় সিএনজি ফিলিংষ্টেশন সরকারের বেঁধে দেয়া সময় অমান্য করে যত্রতত্র সিএনজি অটোরিক্সা গুলোকে গ্যাস সুবিধা দেওয়ায় চালকেরা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গ্যাস লোড করতে যায়। এবিষয়ে আমি তাদেরকে সরকারের দেয়া সময়ে গ্যাস সরবরাহ করার জন্য অনুরোধ করেছি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।