শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মহামায়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনমেলা

Mirsarai-Photo-1-08.04.20-300x192

অন্ধকারে নিমজ্জিত সমাজে আলো জ্বালাবার কঠিন দায়িত্ব যারা হাতে নিয়েছেন তারা আর কেউ নন সমাজের উদীয়মান তরুণ-যুবকেরা। তারা ঘোষণা করেছেন সামাজিক শৃঙ্খল ভেঙ্গে মুক্তিন নতুন দ্বার উন্মোচন করবেন।
শুক্রবার মীরসরাই উপজেলার ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই শতাধিক সংগঠক তাদের পুনর্মিলনী অনুষ্ঠানে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন। ওইদিন বিকাল থেকে মহামায়া ইকো-পার্ক এলাকায় শুরু হওয়া ব্যতিক্রমী এই অনুষ্ঠানে নিজেদের সংগঠনের কর্মকান্ড, ভবিষ্যৎ পরিকল্পনা তুলেন ধরে বক্তব্য রাখেন নানান সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা।
তারা বলেন, ‘আগামী বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে। শিক্ষা, উন্নয়ন, সচেতনতা, সর্বোপরি সুন্দর সমাজ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন দিনের প্রত্যাশা নিয়ে হাতে হাত রেখে একযোগে কাজ করতে হবে।’
অনুষ্ঠানের উদ্যোক্তা শান্তিনীড় সমাজ উন্নয়ন সংস্থার সংগঠক প্রকৌশলী আশরাফ উদ্দিন সোহেল বলেন, ‘মীরসরাইয়ের প্রত্যন্ত গ্রামে ৫০টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে। তার মধ্যে ৩৮টি সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত। এছাড়া বাকি সংগঠনগুলোও সমাজ উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। মূলত এসব সংগঠনগুলোর নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণরা।’ আশরাফ আরো বলেন, ‘আমরা সম্মিলিতভাবে আরো বেশি উদ্যমে কাজ করার জন্যে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা শপথ নিয়েছি হাতে হাত রেখে সকলে শুভ কাজের মাধ্যমে সমাজ তথা দেশ গড়ার কাজে নিজেদের নিবেদন করবো।’
সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি কিংবা আমন্ত্রিত অতিথি এসবের কিছুই ছিল না অনুষ্ঠানজুড়। যে যার অবস্থান থেকে হাজির হয়েছিলেন মহামায়ার এই অনুষ্ঠানে। সাংবাদিক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় তরুণ সংগঠকদের মহতি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) মীরসরাই কমিটির সভাপতি প্রফেসর ডা. জামসেদ আলম, মাদক মুক্তি ফাউন্ডেশনের সভাপতি শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর উদ্দিন আহম্মদ চৌধুরী, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, বিশিষ্ট নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন, সাংবাদিক দেবদুলাল ভৌমিক, জোরারগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাশেদা আক্তার মুন্নি, কালের কন্ঠের পাঠক সংগঠন শুভ সংঘের মীরসরাই কমিটির আহবায়ক শিক্ষক সুভাষ সরকার, স্থানীয় নাট্য ব্যক্তিত্ব মঈন উদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, শান্তিনীড় সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন সোহেল, মীরসরাই কবিতা পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ দিদারুল আলম, প্রজন্ম মীরসরাই এর নির্বাহী পরিচালক ইউনূস নূরী, দুর্বার প্রগতি সংগঠনের হাসান সাইফুদ্দীন, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম, বিজলী ক্লাবের সভাপতি শামস্ উদ্দিন, সমমনা সংঘের সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম, অভিধান ক্লাবের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, অপ্কার উন্নয়নকর্মী মোরশেদা আক্তার, কাটাছরা গ্রাম উন্নয়ন এর সভাপতি মাষ্টার রফিউজ্জামান, সনাতন সংঘের সভাপতি প্রদীপ কুমার দে, দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সুমন, প্রচেষ্টা ছাত্র পরিষদের অনুপ দাশ, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহম্মেদ, শান্তিনীড় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা পর্ব শেষে বিকাল সাড়ে ৩টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।