মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মনোনয়নপত্র জমা দিলেন কাদের সিদ্দিকী

index_71765
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও প্রয়াত সাংসদ শওকত মোমেনের ছেলে অনুপম শাহজাহানসহ ছয়জন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।মনোনয়নপত্র জমা দেওয়া অপর চারজন হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাঈদ আজাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবদুল মালেক মিয়া, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফ সিদ্দিকী এবং লিয়াকত আলী।রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্যের ছেলে অনুপম শাহজাহানকে মনোনয়ন দিয়েছে। ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নির্বাচন কমিশন রোববার তফসিল পুন:নির্ধারন করে ২৯ মার্চ ভোট গ্রহণের দিন ধার্য্য করেছে।গত ২০ জানুয়ারি ক্ষমতাসীন দলের সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।