সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভারতে বাংলাদেশীদের ভিসামুক্ত প্রবেশের প্রস্তাব

ভারতের নরেন্দ্র মোদি সরকার ১৮ বছরের নিচে এবং ৬৫ বছরের বেশি বয়সের বাংলাদেশীদের জন্য ভারতে ভিসামুক্ত প্রবেশের একটি প্রস্তাব করেছে। ইতিমধ্যেই প্রস্তাবটি নিয়ে মতামত জানার জন্য ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের কাছে পাঠানো হয়েছে। সেই সঙ্গে একটি ভিসায় একাধিকবার বাংলাদেশীদের ভারতে প্রবেশের ব্যাপারেও রাজ্যগুলোর মত জানতে চাওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ্যের সম্ভাব্য বাংলাদেশ সরকারের ঢাকা সফরের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রী দ্বিপক্ষীয় অনেকগুলো বিষয়ে ত্রিপুরা, আসাম পশ্চিমবঙ্গসহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর মতামত জানার জন্য একটি নোট তৈরি করেছে। সেই নোটটিই চিঠি আকারে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের কাছে পাঠানো হয়েছে। এই নোটে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেশ কয়েকটি প্রস্তাব রাখা হয়েছে। বাংলাদেশীদের ভিসামুক্ত প্রবেশ বা মাল্টিপল ভিসার পাশাপাশি ঢাকা ও গৌহাটির মধ্যে শিলং হয়ে একটি বাস চালানোর প্রস্তাবও রয়েছে। এ ছাড়া নদীপথে ট্রানজিট দেবার ব্যাপারে মত জানতে চাওয়া হয়েছে। তবে বাংলাদেশীদের ভিসামুক্ত প্রবেশ এবং মাল্টিপল ভিসা দেবার প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি নিজেই গতকাল সাংবাদিকদের বলেছেন, বৈধভাবে ভিসা নিয়ে ভারতে আসা বাংলাদেশীদের চিহ্নিত করার যেখানে কঠিন কাজ সেখানে ভিসা মুক্ত প্রবেশ সরকারি এজেন্সিগুলোর জন্য আরও সঙ্কটজনক হয়ে পড়বে। তবে বাস চালু ও নদীপথে ট্রানজিট দেবার ব্যাপারে অবশ্য অসম সরকার মত দিয়েছে। এর আগে বাংলাদেশীদের জন্য ওয়ার্ক পারমিট দেবার প্রস্তাবেও অসম সরকার আপত্তি জানিয়েছিল।