সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভারতে তীব্র দাবদাহে শুধু মানুষ নয় মরছে পশু পাখিও

sunshine_270054

 

ভারতে তীব্র দাবদাহে ভারতে সহস্রাধিক মানুষ মারা গেছে। এছাড়া মরছে বহু পশু পাখিও। ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যেই তাপদাহের দাপট বেশী।স্বাভাবিক ভাবে তেলেঙ্গানার নালগোন্দার বাসিন্দারা গ্রীষ্মকালে ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে অভ্যস্ত। কিন্তু এ বছর তাপমাত্রা তার চেয়ে দুই-তিন ডিগ্রি বেড়ে যাওয়া জীবন ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছে।মঙ্গলবার পর্যন্ত তীব্র দবদাহে ভারতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। তার মধ্যে, তেলেঙ্গানাতে মৃতের সংখ্যা বেশি। শুধু মানুষ নয়, গরমের শিকার হচ্ছে পশু পাখিরাও।নালগোন্দার ব্যবসায়ী রাভিন্দর রেড্ডি বিবিসিকে জানিয়েছেন, শহরে প্রচুর বাদুড় মরে যাচ্ছে। “গাছ থেকে পাতার মত মরে মরে নীচে পড়ছে বাদুড়।”তিনি নিজে দেখেছেন দুশ’র মত মরা বাদুর। ১৫-২০ টি মৃত ময়ূর দেখেছেন।উদ্বিগ্ন রেড্ডি জানান, গরমে তার ব্যবসাও বন্ধের উপক্রম। তার ১৮ জন কর্মচারীর মধ্যে মাত্র চারজন কাজে আসছেন। দুজন গরমে অসুস্থ হয়ে হাসপাতালে।নালগোন্দার কৃষক আহমেদ পাশা জানান, গরমে ভূগর্ভস্থ পানির স্তর এতটাই নীচে নেমে গেছে যে জমি চাষ করতে পারছেন না। “কোনো কুয়ায় এক ফোঁটা পানি নেই।”পানির অভাবে এবং গরমে ঘাস শুকিয়ে গেছে। ফলে গৃহপালিত গরু-মহিষকে ঠিকমত খাওয়া দিতে পারছেন না কৃষকরা। এতে গরু মহিষদের দুধ কমে গেছে।পাশা বলেন, “আর এক সপ্তাহ বৃষ্টি না হলে আমরা শেষ হয়ে যাব। বৃষ্টির জন্য দিনরাত প্রার্থনা করছি।