রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয় বাংলাদেশের

oooo_282277

অবশেষে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় করলো বাংলাদেশ। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ ওভার হাতে রেখেই ৬ উইকেটে বিশাল জয় পায় বাংলাদেশ। তিনটি ওয়ানডে ম্যাচের ২টিতে ভারতকে হারিয়ে সিরিজ জয় করলো বাংলাদেশ। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিল টাইগাররা।এর আগে বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে ৪৫ ওভারে ২০০ রানে অলআউট হয়েছে ধোনির ভারত। অভিষেক ম্যাচে ৬ উইকেট নিয়ে একাই ভারতের ব্যাটিং লাইনকে গুড়িয়ে দেন তরুণ এ পেসার।লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান করে বাংলাদেশ। সঙ্গে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে কোনো সিরিজ জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা। বাংলাদেশের পক্ষে একমাত্র সাকিব আল হাসান অর্ধশত রান করে। আর ৬ উইকেট সংগ্রহ করে ম্যান অভ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান।সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারী ভারতকে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। নিজের অভিষেক ম্যাচে অসাধারণ বোলিং করেছেন মুস্তাফিজ। একাই ৫ উইকেট নিয়ে তিনি গুঁড়িয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং মেরুদণ্ড।এদিকে টানা পঞ্চম এই জয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত হয়েছে টাইগারদের।রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় ভারত। ভারত ইনিংসের ৪৪তম ওভারে বৃষ্টি নামলে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে।আর ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান।মিরপুরে রোহিত শর্মাকে শূন্য রানে আউট করে উইকেট শিকারের মিশনে নামে ১৯ বছর বয়সী পেসার মুস্তাফিজ। প্রথম স্পেলে ওই একটি উইকেটই লাভ করেন তিনি। তবে দ্বিতীয় স্পেলে এসেই যেন আগুন ঝরতে থাকে তার বলে। আউট করেন সেট ব্যাটসম্যান রায়নাকে। ব্যক্তিগত ৩২ রান করে উইকেট রক্ষক লিটনের হাতে ধরা পড়েন রায়না। রায়নাকে আউট করার পরের ওভারেই আগের ম্যাচে ধাক্কা দেয়া ভারতের দলপতিকে সাজঘরে ফেরান মুস্তাফিজ। ধোনি ৪৭ রান করে আউট হয়ে যান। পরের বলেই প্যাটেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভবনা জাগান বাংলাদেশের সম্ভাবনাময়ী এ পেসার। তবে হ্যাটট্রিক করতে না পারলেও পরের ওভারেই অশ্বিনকে সাজঘরে ফিরিয়ে টানা দুই ম্যাচে ৫ উইকেট লাভের গৌরব অর্জন করেন মুস্তাফিজ। নিজের ব্যাক্তিগত শেষ ওভারে রবিন্দ্র জাদেজাকে ১৯ রানে বোল্ড করে ৬ষ্ঠ উইকেট তুলে নেন।এদিন রাহানের পরিবর্তে দলে জায়গা পাওয়া রাইডু কোনো রান না করেই রুবেলের বলে আউট হয়ে যান। শেষ দিকে ভুবেনেশ্বর কুমারকে আউট করে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন রুবেল। এর আগে শেখর ধাওয়ানকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন নাসির হোসেন। বিরাট কোহলির পর বাংলাদেশের বিপক্ষে প্রথম অর্ধশতক করা শেখর ধাওয়ানকে আউট করেন তিনি। ৫৩ রান করা ধাওয়ান উইকেট রক্ষক লিটনের হাতে ধরা পড়েন। এর আগে ধাওয়ান-কোহলির মধ্যে গড়ে ওঠা ৭৪ রানের এক বিপদজনক জুটি ভাঙেন নাসির হোসেন। বিরাট কোহলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান নাসির। আউট হওয়ার আগে ব্যক্তিগত ২৩ রান সংগ্রহ করেন কোহলি।