সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

football_100750

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রথমবারের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হওয়া ফাইনালে নির্ধারিত সময়ে দু’দল ১-১ সমতায় থাকলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এ পর্যায়ে বাংলাদেশ প্রথম চার কিশোর ফুটবলারই নিজের শর্ট থেকে গোল আদায় করে নেন।অন্যদিকে, ভারতের প্রথম দু’জন ফুটবলার বাংলাদেশি জালে বল জড়াতে পারলেও তৃতীয়জনের শর্ট লক্ষভ্রষ্ট হয়ে ফিরে আসে। আর চতুর্থ শর্টটি বাংলাদেশি গোলকিপায় ফয়সল আহমেদ ঠেকিয়ে দিলে আনন্দে ভাসে শাওন, ফাহিম ও ফয়সালরা।এর আগে, বিকেলে বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠে গোলের দেখা পেতে মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ ও ভারত দুই দলই। কিন্তু গোলের দেখা মেলেনি। প্রথমার্ধের খেলা তাই গোলশূন্যভাবেই শেষ হয়।বিরতির পর প্রথার্ধের মতো শুরু থেকেই আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৪৬ মিনিটে মোহাম্মদ শাওনের ক্রস থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন ফাহিম মুর্শেদ। তবে ম্যাচের ৬৩ মিনিটে অময় অবিনাশ মরাজকারে গোলে ১-১ সমতায় ফেরে ভারত। এরপর নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ভারতকে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের শিরোপার স্বাদ পায় বাংলাদেশ।এবারের টুর্নামেন্টে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশের কিশোররা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে এই ভারতকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে পা রাখে স্বপ্নের ফাইনালে।