মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভাবমূর্তি রক্ষায় র‌্যাব থেকে সেনা প্রত্যাহার করুন : খোকা

khoka_101277

বিএনপির ভাইস চেয়ারম্যান ও মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকা দেশের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভাবমূর্তি রক্ষায় ও বিতর্ক এড়াতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নিন। তিনি বলেন, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনীর উচিত হবে তাদের সব সদস্যকে র‌্যাব থেকে প্রত্যাহার করে নেয়া। আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি সমুজ্জ্বল দেখতে চাই।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালত পরিবর্তনের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে খোকা এ আহ্বান জানান।সাদেক হোসেন খোকা বলেন, অপহরণ গুম ও হত্যার ঘটনায় এখন আতঙ্কের বাহিনীতে পরিণত হয়েছে র‌্যাব। স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি একজন মেজর জীবন দিতে রাস্তায় নেমেছিলেন। অথচ আজকে টাকার জন্য একজন মেজর মানুষ হত্যা করছেন। এটা হতে পারে না। র‌্যাবের মধ্যে সেনা সদস্য বেশি। তাই সরকার চক্রান্ত করে সেনাবাহিনীকে ধ্বংস করতে ও তাদের সুনাম নষ্টের জন্য র‌্যাবে সেনা কর্মকর্তাদের দিয়ে খুন, গুম ও অপহরণ করাচ্ছে।তিনি বলেন, র‌্যাবকে এখন আর আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে না। তাদের ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে। তাই র‌্যাব থেকে সেনা সদস্যদের ফিরিয়ে নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান খোকা। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, যাতে তিনি আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন। এসময় আরও বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব এম এ সালাম প্রমুখ।