রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ব্রেইন টিউমারে অাক্রান্ত শিপনের চিকিৎসার জন্য দুর্বার’র উদ্যোগে গঠিত চিকিৎসার ফান্ডের অনুদান পরিবারে হস্তান্তর

18337391_1079863175447009_1796294601_n

নিজস্ব প্রতিনিধিঃ  মরণব্যাধি ব্রেইন টিউমারে অাক্রান্ত শিপন। মীরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা গ্রামের শায়েস্তা খাঁ মিয়া বাড়ির মৃত সেকান্তর মিয়ার ছয় ছেলে-মেয়ের মধ্যে সে সবার ছোট। গত কিছুদিন থেকে এ রোগে অাক্রান্ত হয়ে ঢাকা,শেরেবাংলা নগর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছিলেন। অসহায় গরীব পরিবারের সন্তান হওয়ায়, তার চিকিৎসা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল তার চিকিৎসার জন্য প্রায় তিন লক্ষ টাকা লাগবে। যার দরুণ তার পরিবার শিপনকে বাঁচাতে সমাজের বিত্তশীলদের কাছে হাত পেতেছিলেন। সে ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “দুর্বার প্রগতি সংগঠন” এর স্বাস্থ্য পরিষদের উদ্যোগে  তার চিকিৎসার জন্য গঠন করা হয়  ‘শিপন চিকিৎসা ফান্ড-২০১৭’। ৬ মে শনিবার সংগঠনের কার্যালয়ে শিপনের বড়বোন লাভলী অাক্তারের হাতে এ ফান্ডে জমাকৃত ৬৭,৪৯২ টাকা অানুষ্ঠানিক ভাবে তুলে দেন দুর্বার কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত পৃষ্ঠপোষক তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, সভাপতি হাসান মো.সাইফ উদ্দীন,আজীবন সদস্য শেখ মো.এরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাম হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক সৈকত চৌধুরী, সহ- দপ্তর সম্পাদক বোরহান উদ্দীন, সহ- অর্থ সম্পাদক আলী হায়দার চৌধুরী, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুর রহমান বাবু, শিক্ষা ও সাহিত্য পরিষদের সদস্য সচিব নাঈমুল হাসান, সদস্য এনামুল হক রিয়াজ ও ক্রিড়া পরিষদের সদস্য সচিব ইমতিয়াজ বাবু।

ইতোমধ্যে শিপনের অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে সে এ হাসপাতালের অাইসিউতে অাছে। শিপনের অসহায় পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন এবং সবার সহযোগিতায় কৃতজ্ঞতা জানিয়েছেন।