সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বৃষ্টি আইনে জয় নিউজল্যান্ডের

16158_anderson

কারও পৌষ মাস, কারও সর্বনাশ। বৃষ্টির বাগড়ায় হার মানতে হলো ইংল্যান্ডকে আর সহজেই জয় পেয়ে গেল নিউজিল্যান্ড। শনিবার টি-২০ বিশ্বকাপের খেলায় ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডকে ৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। চট্ট্রগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৭২ রান  তুলতে সক্ষম হয় ৬ উইকেট হারিয়ে। পরে নিউজিল্যান্ডের ইনিংসের ষষ্ঠ ওভারের সময় ঝড়ো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। রাত সোয়া ১১টা পর্যন্ত অপেক্ষার পরও বৃষ্টি না থামলে আম্পয়াররা খেলার সমাপ্তি টানেন। ৫.২ ওভারে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছিল। টি-২০ খেলার নিয়ম অনুযায়ী ৫ ওভার খেলা হলেই তা ফল নির্ধারণের জন্য বিবেচিত হবে। এ সুবাদে ডাক ওয়ার্থ লুইসের বৃষ্টি আইন অনুযায়ী ৯ রান এগিয়ে ছিল নিউজিল্যান্ড। কিউই ওপেনার গাপটিল ৯ বলে ১১ রান করে আউট হন। উইলিয়ামসন অপরাজিত ছিলেন ১৭ বলে ২৪ রান করে আর ব্রেন্ডন ম্যাককালাম ৬ বলে করেন ১৬ রান। তবে ২ উইকেট পাওয়ার সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান কোরি অ্যান্ডারসন। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। দু’দলেরই এটি প্রথম খেলা। এই গ্রুপে দিনের প্রথম খেলায় শ্রীলঙ্কা ৫ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে।