সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বৃষ্টির কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত

photo-1424497141_224226
ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে দুই দলের পুঁজিতে ১টি করে পয়েন্ট বাড়ল।  ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টসও হয়নি। পরে বাংলাদেশ সময় পৌনে ১টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারী।শুক্রবার কুইন্সল্যান্ডের উপকূলে সাইক্লোন মার্সিয়া আঘাত হেনেছে। এর প্রভাবে ব্রিসবেনে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটা পর্যন্ত খেলা শুরুর জন্য অপেক্ষা করার কথা বলা হয়েছিল। কিন্তু বেলা পৌনে ১টার মধ্যেও বৃষ্টি না থাকায় কাটেল ওভারেও ম্যাচ শুরু করা সম্ভব নয় বিধায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই সমান ১টি করে পয়েন্ট ভাগাভাগি করে পেল। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবিধায় বাড়তি ১ পয়েন্ট কোয়ার্টার ফাইনালে য়েতে বাংলাদেশকে আরো আশাবাদী করে তুলেছে।বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দলের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া হারিয়েছে ইংল্যান্ডকে এবং বাংলাদেশ জিতেছে আফগানিস্তানের বিপক্ষে।