সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বুধবার থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু

index_83027
২ এপ্রিল থেকে ২০১৪-১৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শুরু হচ্ছে। অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে খাতভিত্তিক এ বাজেট আলোচনা শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব গোলাম হোসেন এসব বৈঠকে সভাপতিত্ব করবেন।জানা গেছে, ২ এপ্রিল একই সময়ে তেল, গ্যাস, খাদ্য, পানীয় সিগারেট খাতের মোট ১৫টি (সম্ভাব্য) প্রতিনিধিদের সঙ্গে  আলোচনা অনুষ্ঠিত হবে। পরে কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন খাতের ১৫টি (সম্ভাব্য) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।৩রা এপ্রিল ওষুধ, ক্লিনিক, ডায়াগনস্টিক খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। একইদিনে টয়লেট্রিজ, কেমিক্যালস, পেইন্ট, ভার্নিস, চামড়া ও কসমেটিকস খাতের  প্রতিনিধিদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় ইলেক্ট্রনিক, ইলেকক্ট্রিক্যাল খাতের প্রতিনিধি ও কম্পিউটার, আইসিটি ও টেলিযোগাযোগ খাতের ১৭ (সম্ভাব্য) খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে।
১৫ এপ্রিল হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউস ও বিবিধ সেবা খাতের ২৬ (সম্ভাব্য) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। ১৬ এপ্রিল সকাল ১০টায় বন্ড সুবিধাবিহীন রফতানি খাতের ৩৫ (সম্ভাব্য) প্রতিনিধির সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিকেল ৩টায় অটোমোবাইল ও ট্রান্সপোর্ট খাতের ২৬ (সম্ভাব্য) প্রতিনিধির সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। ১৭ এপ্রিল সকাল ১০টায় কৃষি ও পোল্ট্রি খাতের মোট ২৪টি (সম্ভব্য) প্রতিষ্ঠান অথবা প্রতিনিধিদের সঙ্গে এনবিআর সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হবে।