রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিশ্বের একনায়কদের তালিকায় প্রধানমন্ত্রীর নাম থাকবে : ফখরুল

image_136632.fakrul
প্রধানমন্ত্রী যেভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন, তাতে বিশ্বে একনায়কদের যে তালিকা রয়েছে, তাতে শেখ হাসিনা নামটিও লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।সরকারের বিএনপিদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও গ্রেপ্তারের এক প্রতিক্রিয়ায় আজ শনিবার দুপুর ২টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।ফখরুল বলেন, একনায়কতান্ত্রিক চরিত্রের কারণে সরকার ক্ষমতা ধরে রাখতে মামলাকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমার নামেই ২৪টি মামলার চার্জশিট দেওয়া হয়ে গেছে। আওয়ামী লীগ নির্বাচিত সরকার নয়। তারা অনৈতিক সংসদ গঠন করেছে। সংআসদে যারা বিরোধী দলে রয়েছে তারাই আবার সরকারের মন্ত্রী। তারা নির্বাচনের নামে প্রহসন করেছেন। এ প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশে  মানুষ তৈরি ছিল না। তারা এখনো সুষ্ঠু নির্বাচন চায়।ফখরুল বলেন, আওয়ামী লীগ নির্বাচিত সরকার নয়। তারা অনৈতিক সংসদ গঠন করেছে। সংসদে যারা বিরোধী দলে রয়েছে তারাই আবার সরকারের মন্ত্রী। তারা নির্বাচনের নামে প্রহসন করেছেন। এ প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশে  মানুষ তৈরি ছিল না। তারা এখনো সুষ্ঠু নির্বাচন চায়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, রাজনৈতিক মুক্ত পরিবেশ না থাকলে উৎসবের আনন্দ নিরানন্দ হয়ে ওঠে, এ ক্ষেত্রেও এমনটি হয়েছে। দৈনন্দিন দ্রব্যমূল্য আকাশছোঁয়া, মানুষের হাতে কাজ নেই। এর পরও সরকার বড় গলায় প্রচার চালাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা বেশ রমরমা।মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের দীর্ঘ ইতিহাস রয়েছে। গণতন্ত্রের ওপর ভর করে মুক্তিযুদ্ধ হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগেরও দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস রয়েছে। গণতন্ত্র বলতে এক সময় আওয়ামী লীগকেই বোঝানো হতো। কিন্তু সেই দলটি ছলচাতুরি করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে গণতন্ত্রকে সংকটে ফেলেছে।