সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপন সাইনবোর্ড নেমপ্লেট বাংলায় লেখার নির্দেশ

hicort_70050
ইলেক্ট্রনিক মিডিয়ায় ইংরেজী সংবাদ ছাড়া সব অনুষ্ঠান বিজ্ঞাপন, সাইনবোর্ড, নেমপ্লেট, গাড়ির নম্বর ও বিলবোর্ড বাংলায় করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে দুতাবাস ও বিদেশী প্রতিষ্ঠান এর বাইরে থাকবে। একইসাথে সর্বত্র কেন বাংলা ভাষা প্রচলনের উদ্যোগ নেয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।আদালাতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. মুহাম্মদ ইউুনস আলী আখন্দ।তিনি জানান, এক মাসের মধ্যে হাইকোর্টের এ আদেশ বাস্তবায়ন করতে হবে।সংবিধানের অনুচ্ছেদ ৩ এবং বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ এর ৩ ধারা অনুযায়ী বাংলাদেশের সর্বস্তরে তথা সরকারি অফিস আদালত, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত অন্যান্য সব ক্ষেত্রে ও চিঠিপত্র আইন-আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলি বাংলায় লিখতে ও কার্যকরি ব্যবস্থা প্রবর্তনের নির্দেশনা চেয়ে রোববার হাইকোর্টে  ড. মো. ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন।রিটে বলা হয়, আইন প্রনয়নের পরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এতদিন ধরে ঢালাওভাবে আইন অমান্য করে চলেছেন। এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমীর মহাপরিচালক এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়।
উৎস- যুগান্তর