রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিএনপি কিছুই করতে পারবে না: এরশাদ

ershad_156682
বিএনপি এখন আর বৃহৎ দল নয়। তাই সরকারের সঙ্গে সংলাপ না হলে বিএনপি কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় সরকারের সঙ্গে বিএনপির সংলাপের সম্ভাবনাকে উড়িয়ে দেন তিনি।ঈদের পর খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোটের আন্দোলনের প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, আর আন্দোলনের হুমকি দিয়ে ফায়দা লুটতে পারবে না। মানুষ জানে তারা কোনো ইস্যুতেই আন্দোলন করতে পারেনি। তিনি বলেন, শক্তি না থাকলে কি আন্দোলন করা যায়। বিএনপির সেই শক্তি আজ নেই। তাই তারা শুধু মানুষকে ভয়ভীতি দেখানো জন্য আন্দোলনের হুমকি দেয়। রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নতুন কমিটি নিয়ে চলমান সমস্যা দ্রুত সমাধান হবে বলেও জানান তিনি।এসময় এরশাদের ছোট ভাই সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব ও সাবেক এমপি এইচ এম শাহরিয়ার আসিফ, মহানগনের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নামাজ শেষে ঈদগাহ মাঠ থেকে মুন্সিপাড়া কবরস্থানে যান এরশাদ। সেখানে তার মা-বাবা-ভাইসহ পরিবার পরিজনের কবর জিয়ারত করেন।