শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাট কলেজ, পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ২য় পর্ব স্থগিত অস্ত্রের যুদ্ধে নয়, তথ্য যুদ্ধে ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে -আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল

Mirsarai pic, 30,01,16

নিজস্ব প্রতিনিধি ঃ জামায়াত শিবিরদের নিয়ন্ত্রণ করতে হলে লাঠি সোটা কিংবা অস্ত্র দিয়ে নয়, তথ্য যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে হবে। ছাত্রলীগের নেতা নির্বাচনে মেধাবী, সংগঠক ও দক্ষ নের্তৃত্বের গুণাবলি সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে নেতা নির্বাচন করা উচিত। আজ ৩০ জানুয়ারী শনিবার সকাল ১০টায় বারইয়ারহাট কলেজ, পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রীগের সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল এসব কথা বলেন। উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইব্রাহীম খলিল ভূঁইয়ার সভপতিত্বে ও ছাত্রলীগ নেতা সালা উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানা। এতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক ছানা উল্লাহ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারত আহম্মদ চৌধুরী বাবু, সাহিত্য বিষয়ক সম্পাদক রাসল ইকবাল, ধর্ম বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এমরান হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত মেয়র ভিপি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, জহির উদ্দিন ইরান, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, কালু কুমার দে, ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন, আলাউদ্দিন রাজু প্রমুখ। এদিকে দুপুরের পয় দ্বিতীয় অধিবেশনে বারইয়ারহাট পৌরসভা, বারইয়ারহাট কলেজ ও হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করার কথা থাকলেও অজ্ঞাত কারণে সেটা সাময়িক স্থগিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটি। বিষয়টি খবরিকাকে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানা।