সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাট-করেরহাট সড়কে ট্রাকের নীচে সিএনজি অটোরিকসা! নিভে গেলে দুই শিশুর জীবন প্রদীপ-আহত ৪

নাছির উদ্দিন ঃ
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকার ধলিয়া দিঘি নামক স্থানে বালু ভর্তি ড্রাম্পার্ড ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে চালকসহ আরো ৪ জন। শুক্রবার ৩ এপ্রিল দুপুর সড়ে ১২ টার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে সিএনজি অটোরিক্সা করে উপজেলার ৭ নং কাঁটাছরা উইনিয়নের বাড়িয়াখালী গ্রামের একই পরিবারের ৫ সদস্য করেরহাটের দিকে দাওয়াতে যাচ্ছিল। এসময় করেরহাট থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিনজিটি দুমড়ে মুছড়ে ট্রাকের নীচে আটকে পাশবর্তি জমিতে পড়ে যায়। এঘটনায় ট্রাকের নীচে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সিএনজি অটোরিক্সার যাত্রী নজরুল ইসলাম মতিন ও মুক্তা দম্পত্তির বড় ছেলে ঈশান (১২)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। আহতরা হলেন, নজরুল ইসলাম মতিন (৪৮) মতিনের স্ত্রী মুক্তা (৩৩) মতিনের ভাবী সুরমা (৪৫) ও অজ্ঞাত সিএনজি অটোরিক্সা চালক। আহত যাত্রীদের উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসাপাতলে নিয়ে গেলে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। পথিমধ্যে মতিনের ছোট ছেলে জিসান (৭) মারা যায়।
এবিষয়ে জোরারগঞ্জ থানার টহলে দায়িত্বরত এসআই আবদুল আজিজ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এসময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুণ ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি শামাল দিয়ে মিরসরাই ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। পুলিশ গাড়িগুলো উদ্ধার করে থানায় নেয়ার চেষ্টা করছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।