শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাণিজ্যমেলার সময় বাড়ানোর দাবি স্টল মালিকদের

TradeFair

 

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে বাণিজ্যমেলায় ছিলো উপচেপড়া ভিড়। পছন্দের কেনাকাটায় সারা দিনই ব্যস্ত সময় কাটিয়েছে দর্শনার্থীরা। মেলার শেষের দিকে বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। তবে মেলার সময় কিছুটা বাড়ানোর দাবি করেছে স্টল মালিকরা।

১৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হতে বাকি তিন দিন। তাই শেষ ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলায় আসতে থাকে দর্শনার্থীরা। ছিলো বিদেশী দর্শনার্থীরাও। শুরুতে ঘুরতে এলেও শেষ সময়ে অধিকাংশরাই এসেছে কেনাকাটা সারতে।

ছুটির দিনের এ বিনোদন থেকে বাদ পড়েনি শিশুরাও। বাবা-মার হাত ধরে মেলা ঘুরে পছন্দ মতো কেনাকাটা করতে পেরে খুশিও তারা।

ক্রেতার উপস্থিতি বাড়ায় ব্যস্ত বিক্রেতারাও। এছাড়া নানা পণ্যে বেড়েছে ছাড়ের পরিমাণ। তাই শেষ কদিনের বেচা-বিক্রিতে সন্তুষ্ট দেশি-বিদেশী বিক্রেতারা। পাশাপাশি মেলার সময় বাড়ানোর দাবিও জানান তারা।

তবে দাবি পূরণের খুব বেশি সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এক মাসের এই মেলা শেষ হচ্ছে দশই ফেব্রুয়ারি।