সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানে যান চলাচল চুক্তি অনুমোদন

modi-hasina-sm20150608151250_275575

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রীবাহী ও মালবাহী মোটরযান চলাচল চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূঁইঞা। এ চুক্তির আওতায় চার দেশের মধ্যে সড়কপথে পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত মোটরযান চলাচল করবে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, চার দেশের সড়ক পরিবহন মন্ত্রীরা ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তিটি স্বাক্ষর করবেন।তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ধন্যবাদ ও অভিনন্দন প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।