শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার মিরসরাইয়ে কাদাযুক্ত কৃষি জমিতে পতিত

mirsarai helicoptar pic, 21.07

মিরসরাই প্রতিনিধি ঃ চট্টগামের মিরসরাইয়ে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে মিরসরাইয়ের একটি কাদাপানি যুক্ত কৃষি জমিতে পতিত। গতকাল মঙ্গলবার ২১ জুলাই বিকাল ৩টা ৫০ মিনিটের সময় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি একটি কাদা-পানিযুক্ত কৃষি জমিতে অবতরণ করেন ক্যাপ্টেন। সরেজমিন ও দায়িত্বশীল সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের ৪১১ নং এমআই ১৭ হেলিকপ্টারটি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হঠাৎ এর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসময় যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত হয়ে ক্যাপ্টেন এটিকে মিরসরাই এলাকার জোরারগঞ্জ থানাধীন ৮নং দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ঠাকুকদিঘী-দূর্গাপুর সড়কের আদা কিলোমিটার দক্ষিনে একটি কাদা-পানিযুক্ত কৃষি জমিতে জরুরী অবতরণ করেন। এসময় নরম মাটিতে এটি অবতারণের ফলে হেলিকপ্টারের পেছনের অংশের কয়েকফুট মাটিতে দেবে যায়। এদিকে ঘটনার প্রায় ১ঘন্টা পরে বাংলাদেশ বিমানের আরেকটি বেল টু, ১-২ নামক হেলিকপ্টার উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসে। প্রায় আদাঘন্টা পর সেটি ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে জরুরী অবতরণ করা হেলিকপ্টারে থাকা ক্যাপটেন আমজাদ, ফাইলট মনির ও আসিফুল তিনজনই সুস্থ রয়েছেন। এদিকে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এবং স্থানীয় পুলিশ প্রসাশনের লোকজন এটি উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। সরেজমিনে দেখা যায়, প্রাথমিক ভাবে এটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে স্থানীয় শ্রমিক দিয়ে দেবে যাওয়া অংশটির মাটি কেটে সরানো হচ্ছে। তবে কবে নাগাদ এটির উদ্ধার কাজ শেষ হবে তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট কেউ তা জানাতে পারেননি। ঘটনাস্থলে থাকা মিরসরাই ফায়ার সার্ভিসের সাফ অফিসার অমল বড়–য়া জানান, জরুরী অবতরণ করা হেলিকপ্টারটির উদ্ধার কাজ চলছে এবং ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে যান্ত্রিক ত্রুটি সারানোর পরে এটি এখান থেকে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন জানান, আমরা ঘটনা অবহিত হয়ে বিমান বাহিনীকে খবর পাঠাই এবং আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সহায়তা করছি। এছাড়াও পুলিশ সদস্যদের দিয়ে চারদিকে নিরাপর্তা বেষ্টনির ব্যবস্থা করেছি। এ বিষয়ে জানতে চাইলে, জরুরী অবতরণ করা হেলিকপ্টারের ক্যাপ্টেন আমজাদ জানান, চলন্তবস্থায় হঠাৎ এটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আমি তাৎক্ষনিক ভাবে এটি অবতরণের ব্যবস্থা করি। এতে আমার সাথে থাকা দুই সহকর্মীসহ আমরা সুস্থ আছি। কাদা-পানিযুক্ত মাটি হওয়াতে এর পেছনের কিছু অংশ মাটিতে দেবে গেছে যা উদ্ধারের চেষ্টা চলছে। তবে স্থানীয় প্রসাশন এবং ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজে সহায়তা করছে।