সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশ-ইউএই নিরাপত্তা বিষয়ক চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

image_141551.news.jpg1413213630364
মন্ত্রিসভায় আজ অপরাধ নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে (ইউএই) একটি চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন করেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সংযুক্ত আরব আমিরাতের সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বিষয়ক এ চুক্তি’ অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসেন ভুইয়া সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন। তিনি বলেন, এ ছাড়া মন্ত্রিসভা বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে প্রশিক্ষণ ও অন্যান্য ক্ষেত্রে সামরিক সহযোগিতার বিষয়ে একটি চুক্তির প্রস্তাবও অনুমোদন করেছে।
ভুইয়া বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বাংলাদেশ প্রতিনিধিদলের গত ২৭-২৯ আগস্ট দক্ষিণ কোরিয়া সফরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।তা ছাড়া বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০১৩-’১৪ অর্থবছরের কার্যক্রম সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।মন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীগণ বৈঠকে উপস্থিত ছিলেন। তা ছাড়া সংশ্লিষ্ট সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন।