রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাঁধ ভেঙে ফেনীর ২৮ গ্রাম প্লাবিত

1_101500

 

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১০টি স্থানে বাঁধ ভেঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ২৮ গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের তোড়ে ফুলগাজী বাজারের ফ্লাড ওয়ালের দু’টি স্থানে ৯মিটার করে ১৮ মিটার ভেঙে গেছে।বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পাহাড়ি ঢলে বাঁধের একাধিক স্থানে ভাঙনের ফলে ফুলগাজী ও পরশুরামের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বাঁধের ভাঙা স্থানগুলো হচ্ছে- সুবার বাজার, কলি কৃষ্ণনগর, মির্জানগর, উত্তর সলিয়া, বেড়াঁবাড়িয়া, সালধর, জয়পুর, ঘনিয়ামোড়া, উত্তর মনিপুর ও ফুলগাজী বাজার এলাকায়।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলি প্রমানিক জানান, মুহুরী নদীর পানি বর্তমানে বিপদ সীমার নীচে রয়েছে। মুহুরী নদীর বিভিন্ন স্থান নীচুতে থাকায় এইসব স্থান দিয়ে পানি আবার নেমে যাচ্ছে।এই বছরের ২৫ জুলাই প্রথম দফায় পাহাড়ি ঢলের চাপে মুহুরী নদীর ৮টি স্থানে এবং গত বৃহস্পতিবার ও শুক্রবারের দ্বিতীয় দফার পাহাড়ি ঢলের চাপে নতুন করে মুহুরী ও কহুয়া নদীর বাঁধের ১০টি স্থানে ভেঙ্গে গেছে। প্রথম দফার বন্যার পর পানির লেবেল নদীর লেবেল থেকে নীচে না আসায় এখন পর্যন্ত বাঁধের ভাঙা অংশে মেরামত করা সম্ভব হয়নি।