শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বটতলার সিঁড়ি : সিত্তুল মুনা সিদ্দিকা

সময়ের তোড়ে বিরান এই বটতলার সিঁড়িগুলো
শেওলা জমেছে পার্কিং টাইলসের ফাঁকে
স্বার্থপর চাটুকারের দল গেছে নির্বাসনে ,
চরম হতাশায় বিষন্ন সরব নাট্য ঐ মঞ্চটা।
মোসাহেবী অভিনয়টাই যেনো হলো সার।
প্রাণভয়ে গুটিয়ে গেছে রঙিন সব অভিনয়।
মঞ্চটা একা হয়ে গেলো অবেলার অবহেলায়,
আহা!কতো নামডাক আর নেই তো হাঁক…!
এমনটাই কি ভাগ্যে ছিলো লেখা সবার?
অনন্তলোকে দিয়ে পাড়ি কেবা হয়েছে কার?