সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফখরুলের জামিন স্থগিত আবেদনের আদেশ ২৮ জুন

5259ba4b748d3-img_5612ttttttttt_284278

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মির্জা ফখরুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ।এ সময় মামলার তদন্ত কী পর্যায়ে রয়েছে, তা বেলা সাড়ে ১১টার মধ্যে জানাতে বলেন আদালত। এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চেয়ে আবেদন করলে আদালত আগামী রোববার পর্যন্ত সময় দিয়ে আদেশের দিন নির্ধারণ করেন।উল্লেখ্য, নাশকতার অভিযোগে গত বছর ২৯ ডিসেম্বর ও গত ৬ জানুয়ারি পল্টন থানায় এবং গত ৪ জানুয়ারি মতিঝিল থানায় এসব মামলা করে পুলিশ। গত ১৮ জুন এ তিন মামলায় মির্জা ফখরুলকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ গত ২২ জুন হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে।