সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রাথমিক সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু

students_129851
এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ৩০ নভেন্বর পর্যন্ত। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৮ ডিসেম্বর। রোববার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, সভায় বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য আগের বছরের মতো পরীক্ষার সময় ২০ মিনিট অতিরিক্ত সময় ধার্য করা হয়েছে। পরীক্ষার ফিও আগের মতোই ৬০ টাকা থাকছে। খ্রিস্টীয় ধর্মাবলম্বী সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ভুক্ত পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শনিবার কোন পরীক্ষা রাখা হয়নি।