মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রধানমন্ত্রীর কাছে সিএজির ১৭টি অডিট রিপোর্ট পেশ

image_73034.pm (2)
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার কাছে ১৭টি অডিট রিপোর্ট পেশ করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের বরাত দিয়ে বাসস জানিয়েছে, সিএজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি কার্যক্রম ভিত্তিক অডিট রিপোর্ট, ২টি ইস্যুভিত্তিক অডিট রিপোর্ট, ৬টি বিশেষ অডিট রিপোর্ট, ৬টি বার্ষিক রিপোর্ট এবং ২টি অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট হস্তান্তর করেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন। পরে সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদল শেখ হাসিনার কাছে ২০১২-১৩ বছরের জাতীয় জাদুঘরের বার্ষিক রিপোর্ট ও অন্যান্য প্রকাশনা হস্তান্তর করেন। িসংস্কৃতিসচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস, জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজুর রহমান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুন নাহার খানম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।