শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করল ইসি

image_96126.01_election+commission

নির্বাচন কমিশনের পক্ষে বিভিন্ন মামলা পরিচালনার জন্যে প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দেওয়া ২২ জন আইনজীবী ও দুটি ল’ফার্ম-এর মধ্যে অভিজ্ঞতা পর্যালোচনা করে আটজন আইনজীবী ও একটি ল’ফার্মকে নিয়ে এ ‘প্যানেল এডভোকেট’ চুড়ান্ত করা হয়।এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, তালিকাভুক্ত হতে দুই দফা আবেদন আহ্বানের পর ২২ জন আইনজীবী ও দুটি ল’ফার্ম এর সাড়া পায় ইসি। তাদের মধ্য থেকে অভিজ্ঞতা পর্যালোচনা করে প্যানেল চুড়ান্ত করা হয়েছে। ইসির চাহিদা মতো অভিজ্ঞদেরকেই পাওয়া গেছে। তিনি আরো জানান, আগামীতে ইসির পক্ষে মামলা পরিচালনার সুবিধার্থে প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করেছি আমরা। এই প্যানেলে রয়েছেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খালেদ আহমেদ, মো. বাবর আলী, শাহদীন মালিক, শাহ মো. সিরাজুল হক, মো. শামসুল হক, মো. তৌহিদুল ইসলাম, মো. ওবায়দুর রহমান মোস্তফা ও মোহাম্মদ ইয়াসিন খান। এছাড়াও ল’ফার্ম লেক্স কাউন্সিলকে চুড়ান্ত করা হয়েছে। এই ফার্মের পক্ষে রয়েছেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।জানা গেছে, অতীতে কোনো কোনো মামলা পরিচালনায় আইনজীবীদের শরণাপন্ন হয়েও সাড়া পায়নি ইসি। তা নিরসনে ২০১২ সালে প্রথমবারের মতো প্যানেল আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয় কমিশন। ওই বছর জুলাইয়ে আগ্রহীদের কাছে প্রথম দফা আবেদন আহ্বান করা হয়। তাতে প্রত্যাশিত সাড়া না পেয়ে গত বছরের শুরুতে দ্বিতীয় দফা আবেদন চায় ইসি।