রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের সুযোগ দিন : প্রধানমন্ত্রী

3_317933

 

প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে বাবা-মা, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণীপেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে পাঁচ জাতির আন্তর্জাতিক টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট ‘আইসিআরপি টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট ফর পিপলউইথ ফিজিক্যাল ডিস্যাবিলিটিজ’ এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষকে আমি এই অনুরোধটা করব, কারও সন্তান যদি মানসিক, দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধী হয় তাদের দয়া করে কেউ অবহেলা করবেন না। আমাদের শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষের কাছে এটা আমার আবেদন থাকবে। প্রতিবন্ধীদের অবহেলা করবেন না, কারণতারাও যোগ্যতার পরিচয় দিতে পারে যদি তাদের সে সুযোগ সৃষ্টি করে দেয়া যায়।’সরকারপ্রধান বলেন, ‘প্রতিবন্ধিতা তাদের জীবনের গতিতে কোনো বাধা দিতে পারে না। প্রতিবন্ধীদের ভেতরে এক ধরনের ট্যালেন্ট থাকে, দক্ষতা থাকে। সেটাকে খুঁজে বের করা এবং তাদের সমাজে একটা অবস্থান তৈরি করে দিতে হবে। তাদের ভেতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেগুলোকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে। আমরা চাচ্ছি মানুষের ভেতরে সেই চেতনাটা ফিরিয়ে আনা যে, একটি ছেলে বা মেয়ে প্রতিবন্ধী হলেই সে সংসারের বোঝা না, সমাজের বোঝা না, রাষ্ট্রের বোঝা না। বরং সেও দেশের জন্য সম্পদ হতে পারে যদি তাকে সুযোগ করে দেয়া হয়। আমরা সরকারের পক্ষ থেকে এদের সুযোগ করে দেয়ার সেই ব্যবস্থাটাই নিচ্ছি।’প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধুলা, সংস্কৃতিচর্চা এটাকে সব সময় সরকার গুরুত্ব দিচ্ছে। আমরা ক্রিকেটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এবং ক্রিকেট যথেষ্ট উন্নতি লাভ করছে। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তারা কেন বাইরে পড়ে থাকবে। তাদেরও আমাদের মূল সে াতধারায় নিয়ে আসতে হবে। শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকলেই যে তারা সমাজ, সংসার থেকে বিচ্ছিন্ন থাকবে সেটা হয় না। তারাও যে পারে যে কোনো একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে, তারাও যে পারে একটা দেশের জন্য, জাতির জন্য সম্মান নিয়ে আসতে। আমাদের প্রতিবন্ধী যারা তারা কিন্তু এটা প্রমাণ করেছে।’ তিনি বলেন, ‘বিশেষ অলিম্পিকে তারা ২১টির মতো স্বর্ণসহপ্রায় ৭০টির মতো পদক নিয়ে এসেছে। যা আমাদের সুস্থ খেলোয়াড়রা কিন্তু পারেনি।’অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)সভাপতি নাজমুল হাসান ও আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান কিস্ট্রিন চিপোলা।পাঁচ জাতি আন্তর্জাতিক এ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা অংশ নিবেন। প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে বিশ্বে এই প্রথমবারেরমতো বহুজাতিক এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ টুর্নামেন্টে আইসিআরসিকে সহায়তা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ টুর্নামেন্ট চলবে। টুর্নামেন্টের বাকি খেলাগুলো সাভারের বিকেএসপি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।