রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রজন্ম মীরসরাই মেধা বৃত্তি পরীক্ষা-১৭ এর ফরম বিতরন শুরু

“কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি,সুশিক্ষিত মীরসরাই গড়ি”এই স্লোগানকে বুকে লালন করে মীরসরাইয়ের সবচেয়ে বড় শিক্ষাবান্ধব সংগঠন “প্রজন্ম মীরসরাই” প্রতি বারের মত এবারও প্রজন্ম মীরসরাই মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ আয়োজন করতে যাচ্ছে। সর্বোচ্চ সংখ্যক মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতি বছরই নতুন রেকর্ড গড়ছে সংগঠনটি। সংগঠনটি প্রতি বছরই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষার অায়োজন করে থাকে।সংগঠনটির সভাপতি রাজিব চন্দ্র দাস এর সাথে কথা হলে উনি জানান, “মীরসরাইয়ের সেরা সংগঠন প্রজন্ম মীরসরাই তা আর বলার অপেক্ষা রাখে না। ইতোমধ্যে সেরা সংগঠন হিসেবে ভূষিত হয়েছে প্রজন্ম মীরসরাই, আমরাই মীরসারইতে সবচেয়ে বড় পরিসরে সমগ্র উপজেলা জুড়ে সকল স্কুর/মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে মেধাবৃত্তির আয়োজন করি। এবার আমরা আমাদের অতীতের সকল রেকর্ডকেও ছাড়িয়ে যাব বলে আশাবাদী” তাছাড়া তিনি প্রতিটি শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকমন্ডলীকে আজই ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করেন। মেধাবৃত্তি পরীক্ষার আহব্বয়ক প্রকৌশলী ওমর ফারুক জানান যে, “সবার সহযোগিতা আর অংশগ্রহনের মাধ্যমে প্রজন্ম মীরসরাই চায় মীরসরাইবাসীকে আরো একটি সফল মেধাবৃত্তি পরীক্ষা উপহার দিতে,আর চেনাতে চায় সেরাদের সেরা মেধাবী শিক্ষার্থী গুলোকে।”আজ থেকে মীরসরাইয়ের সকল স্কুল/মাদ্রাসা ও লাইব্রেরীগুলোতে মেধাবৃত্তি পরীক্ষার ফরম পাওয়া যাচ্ছে।