সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পোড়া লাশের গন্ধ : বনশ্রী বড়ুয়া

খোঁপার ভাঁজে সন্ধ্যামালতি হাসে,
চারটা দেয়াল গুমরে গুমরে কাঁদে;
ঠাকুরঘরে ঘন্টা বাজে ডং ডং,
এক মনে কেউ তসবিহ গুনে একা;
জলের শব্দে হাসলো যেন কেউ !
এ বেঁচে থাকার কেমন আকুতি.. .?

সবুজবীথি হাতছানি দেয়,
হাত বাড়লেই তেপান্তরে মাঠ,
ঘামে ভেজা লবনাক্ত প্রেম,
মেঘ পালালো চিলেকোঠার ঘরে,
পৃষ্ঠা উল্টায় সিনেম্যাটিক সুর;
দূরে কোথাও শকুন কেন ডাকে…..?

জ্বলছে নগর পুড়ছে শহর, লাশের গন্ধ ভাসে;
আগুন ফাগুন যায় না দেখা,
কথার ঝাঁপি বুকেই কেঁদেই মরে,
বন্ধ দরাজ হাঁকছে গলা,
পেঁচার ডাকে সকাল জেগে উঠে,
জোনাই হাতে কে চলছে ওই…….?
লাশের গন্ধ ভাসে;