রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পুলিশি তৎপরতায় মীরসরাই পৌর বিএনপি’র সম্মেলন পন্ড

পুলিশি তৎপরতায় চট্টগ্রামের মীরসরাই পৌর বিএনপি’র
দ্বি-বার্ষিক সম্মেলন পন্ড হয়ে গেছে। আজ ২৯
সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা
বিএনপি’র কার্যালয়ে মীরসরাই পৌর বিএনপি’র দ্বি-
বার্ষিক সম্মেলনের আয়োজন করে পৌর বিএনপি।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থাকার কথা ছিল কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক
সম্পাদক ও উত্তরজেলা বিএনপি’র আহ্বায়ক লায়ন
আসলাম চৌধুরী এফসিএ। সম্মেলনকে কেন্দ্র
করে দুপুর থেকে মীরসরাই পৌর বিএনপির
আহ্বায়ক ফকির আহম্মদ, যুগ্ন আহ্বায়ক জামশেদ
আলম, শেখ মোহাম্মদ জসীম উদ্দিন, খায়ের
উল্ল্যাহ, রেদোয়ান হোসেন, আলমগীর
হোসেন, সদস্য আবু তাহের, যুবদল নেতা
আবদুল মান্নান রানা, আবু তাহের নের্তৃত্বে
মীরসরাই পৌরসভার ৯টি ওয়ার্ডের দলীয়
নেতাকর্মীরা জড়ো হতে থাকে। ঐ সময়
মীরসরাই থানা পুলিশ উপজেলা বিএনপি অফিস ও
মহাসড়কে অবস্থান নেয়। পরে তাদের বাধার
মুখে সম্মেলন পন্ড হয়ে যায়। ঐ সময় পুলিশি
তৎপরতায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
পরে বিএনপি নেতা আসলাম চৌধুরী মীরসরাই
নেতাকর্মীদের সাথে সৌজন্যমূলক সংপ্তি সাাত
শেষে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
এ ব্যাপারে মীরসরাই পৌর বিএনপির আহ্বায়ক ফকির
আহম্মদ জানান, পুলিশ পূর্ব পরিকল্পিতভাবে
আমাদের দ্বি-বার্ষিক সম্মেলন পন্ড করে
দিয়েছে। শত বাধা দিয়েও আমাদের গণতান্ত্রিক
প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবেনা। আমরা
সম্মেলন সম্পন্ন করবোই এবং আমাদের
নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই
সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে
তুলবো।
এ ব্যাপারে জানতে চাইলে মীরসরাই থানার উপ-
পরিদর্শক পিপিএম শফিকুল ইসলাম জানান, কাউকে বাধা
দেয়া হয়নি। বিএনপি সম্মেলন পুলিশি তৎপরতায়ও
পন্ড হয়নি। বরঞ্চ কি কারণে সম্মেলন না করে
নেতাকর্মীরা চলে গেছেন এই বিষয়ে অবগত
নন বলে তিনি জানান।